শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, উপরোক্ত পদগুলোর নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা পদবি দিয়ে ১০ম গ্রেডে বেতন দিতে হবে।
সংগঠনের সভাপতি কে এম বদিউজ্জামানের সভাপতিত্বে ও মহাসচিব আবু নাসির খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা মমিনুর রশিদ সিদ্দিকী, জাকির হোসেন, আব্দুল হালিম, আব্দুল হাকিম, লোকমান আহমেদ, শফিকুল ইসলাম খান প্রমুখ।
আবু নাসির বলেন, ইতোমধ্যে সরকার উচ্চমান সহকারী ও সমমানের পদের সম স্কেল ও নিম্ন স্কেলের কর্মচারীর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পুলিশের উপ-পরিদর্শক (এসআই), নার্স, অডিটর, ডিপ্লোমা প্রকৌশলী, খাদ্য পরিদর্শক ও ব্লক সুপারভাইজারসহ সমমানের পদগুলো আপগ্রেড করায় প্রশাসনিক ক্রমবিন্যাস ভেঙে পড়েছে। নিম্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উচ্চ পদে আসীন করায় পরবর্তী প্রজন্ম উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই অবিলম্বে পদবি ও বেতন বৈষম্য দূরীকরণ করতে হবে।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
টিএম/আরবি/