ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি কর্মচারীদের পদবি-বেতন বৈষম্য দূরীকরণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
সরকারি কর্মচারীদের পদবি-বেতন বৈষম্য দূরীকরণের দাবি

ঢাকা: সচিবালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো অন্যান্য সরকারি দফতরের উচ্চমান সহকারী, প্রধান সহকারী, সহকারী ও সম্পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা পদবি দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। 

শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, উপরোক্ত পদগুলোর নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা পদবি দিয়ে ১০ম গ্রেডে বেতন দিতে হবে।

বঙ্গবন্ধুর বাংলায় বেতন বৈষম্য মেনে নেওয়া হবে না। অবিলম্বে বেতন বৈষম্য দূরীকরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি কে এম বদিউজ্জামানের সভাপতিত্বে ও মহাসচিব আবু নাসির খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা মমিনুর রশিদ সিদ্দিকী, জাকির হোসেন, আব্দুল হালিম, আব্দুল হাকিম, লোকমান আহমেদ, শফিকুল ইসলাম খান প্রমুখ।  

আবু নাসির বলেন, ইতোমধ্যে সরকার উচ্চমান সহকারী ও সমমানের পদের সম স্কেল ও নিম্ন স্কেলের কর্মচারীর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পুলিশের উপ-পরিদর্শক (এসআই), নার্স, অডিটর, ডিপ্লোমা প্রকৌশলী, খাদ্য পরিদর্শক ও ব্লক সুপারভাইজারসহ সমমানের পদগুলো আপগ্রেড করায় প্রশাসনিক ক্রমবিন্যাস ভেঙে পড়েছে। নিম্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উচ্চ পদে আসীন করায় পরবর্তী প্রজন্ম উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই অবিলম্বে পদবি ও বেতন বৈষম্য দূরীকরণ করতে হবে।                                    

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।