ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নিসচা’র অষ্টম মহাসমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
নিসচা’র অষ্টম মহাসমাবেশ শুরু নিসচা’র অষ্টম মহাসমাবেশে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনসহ অন্যরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: নিরাপদ সড়ক চাই’র (নিসচা) অষ্টম মহাসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে এ মহাসমাবেশ শুরু হয়। মহাসমাবেশের উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চন।   

সমাবেশের বিশেষ অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশিদ।   

মহাসমাবেশে সারাদেশের ১২০ শাখার নিরাপদ সড়ক চাই’র সদস্যরা অংশ নিয়েছেন। সমাবেশ চলবে সন্ধ্যা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
আরকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।