শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার তালশহর-বাহাদুরপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত ভানু লাল চন্দ্র তালশহর গ্রামের হরি চন্দ্র দাশের ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, সকালে ভানু উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেনের গাড়িতে তেল নিয়ে তালশহর থেকে ফিরছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ভানুর মৃত্যু হয়।
তিনি আরো জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
আরএ