শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার কান্দাপাড়া, ডুমুর গোলামী ও খলিশাকুড়া গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান জানান, কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবু সাইদের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী শান্তি খাতুনের (১৩) সঙ্গে শহরের রায়পুর এলাকার রফিকুল ইসলামের ছেলে রেজাউল করিমের (৩১) বিয়ের আয়োজন চলছিল।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর রেজাউল করিম ও কনের বাবা আবু সাইদকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এরপর বহুলী ইউনিয়নের ডুমুর গোলামী গ্রামের আশরাফ আলীর মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী আয়েশা খাতুনের (১৩) সঙ্গে রায়গঞ্জ উপজেলার বামনবাগ গ্রামের আব্দুস সামাদের ছেলে নুরনবীর (২১) বিয়ের আয়োজন চলকালে সেখানে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর নুরনবী ও কনের বাবা আশরাফ আলীকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে খোকশাবাড়ী ইউনিয়নের খলিশাকুড়া গ্রামের আরিফুল ইসলামের মেয়ে আরিফা খাতুনের (১৬) সঙ্গে বালিঘুগরী গ্রামের নুরুল ইসলামের ছেলে সিহাব আলীর (২০) বিয়ের আয়োজন চলছিল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী পালিয়ে যায়। বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাল্যবিয়ে বন্ধ করা হয়।
প্রতি অভিযানে কনের বাবা ও বরের বাবার কাছ থেকে কনে ও বর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
আরএ