জামালপুর জেলা পুলিশ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করবেন জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পুলিশের অতিরিক্তি আইজিপি (এডমিন অ্যান্ড অপস) মোখলেছুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জামালপুর-২ এর সংসদ সদস্য ফরিদুল হক দুলাল, জামালপুর-৫ এর সংসদ সদস্য প্রকৌশলী মোফাজ্জফর হোসেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক আহমদ কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহামেদ চৌধুরী।
এর আগে তিনি দেওয়ানগঞ্জ বাহাদুরাদ এলাকায় একটি নৌ থানার উদ্বোধন করবেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেওয়ানগঞ্জ থেকে বাহাদুরাবাদ পর্যন্ত প্রায় শতাধিক তোরণসহ বিভিন্ন ব্যানার ফেষ্টুনে ভরে গেছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
আরএ