ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
লালমনিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটে জাফরিনা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে নিহতের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত জাফরিনা আক্তার সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ছকিনা বেগমের মেয়ে। সে বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বাড়ির লোকজনের অগোচরে সকালে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে জাফরিনা। অনেকক্ষণ তার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় তার পরিবার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।