শনিবার (০৬ এপ্রিল) দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে মিলের টিনের ছাউনির ওপর থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।
জাহিদুল উপজেলার ১ নম্বর ইউনিয়নের হরিরামপুর পাটোয়ারীপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি পার্বতীপুর শহরতলিতে মেসার্স হক অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
জানা গেছে, সকালে ওই মিলের টিনের ছাউনির ওপর উঠে পরিষ্কার করার জন্য ঝাড়ু দেওয়ার সময় অসাবধনতায় নিচে পড়ে যান জাহিদুল। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এসআরএস