ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পুকুরে মিললো মুক্তিযুদ্ধকালীন ৩৭৫ রাউন্ড গুলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
পুকুরে মিললো মুক্তিযুদ্ধকালীন ৩৭৫ রাউন্ড গুলি

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার একটি পুকুরে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৩৭৫ রাউন্ড গুলি পাওয়া গেছে। 

সোমবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে মাছ ধরতে জাল ফেলার পর পলিথিনে মোড়ানো অবস্থায় গুলিগুলো পানি থেকে জালে উঠে আসে।  

পুলিশ জানিয়েছে, গুলিগুলো অনেক পুরনো।

সম্ভবত মুক্তিযুদ্ধকালীন। তাই বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান বাংলানিউজকে জানান, উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামে থাকা ওই পুকুরটি স্থানীয় আবদুস সাত্তারের। মাছ চাষের জন্য তিনি এক ব্যক্তিকে পুকুরটি ইজারা দিয়েছেন। সোমবার তার লোকজন মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। তখন জালের মধ্যে আটকে গুলিগুলো উঠে আসে। এরপর স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

তিনি আরো জানান, গুলিগুলো অনেক পুরনো। এসব গুলি এখন আর রাইফেলে ব্যবহার করা হয় না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধকালীন হয়তো গুলিগুলো পুকুরে লুকিয়ে রাখা হয়েছিলো। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত নয়। তারা বিষয়টি তদন্ত করছেন।  

তদন্ত শেষেই এ ব্যাপারে সব তথ্য জানানো হবে। আপাতত এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলেও জানান জেলা পুলিশের মুখপাত্র।

বাংলাদেশ সময়ধ ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।