ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শবে বরাত ঘিরে রাজশাহী মহানগর পুলিশের নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
শবে বরাত ঘিরে রাজশাহী মহানগর পুলিশের নির্দেশনা

রাজশাহী: পবিত্র শবে বরাত উপলক্ষে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দফতর থেকে নগরবাসীর উদ্দেশে আগামী ২১ এপ্রিল বেশ কিছু নির্দেশনা দিয়েছে। 

বুধবার (১৭ এপ্রিল) আরএমপি পুলিশ কমিশনার হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে আগামী ২১ এপ্রিল দিনগত রাতে নগরের সব অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, পটকা, আতশবাজিসহ অন্যান্য ক্ষতিকারক ও দোষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

তিনি জানান, আরএমপি অধ্যাদেশ-১৯৯২ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে শবে বরাতের পবিত্রতা রক্ষায় এ নির্দেশনা জারি করা হয়েছে।

 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কমিশনার হুমায়ূন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।