বুধবার (১৭ এপ্রিল) আরএমপি পুলিশ কমিশনার হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে আগামী ২১ এপ্রিল দিনগত রাতে নগরের সব অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, পটকা, আতশবাজিসহ অন্যান্য ক্ষতিকারক ও দোষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।
তিনি জানান, আরএমপি অধ্যাদেশ-১৯৯২ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে শবে বরাতের পবিত্রতা রক্ষায় এ নির্দেশনা জারি করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কমিশনার হুমায়ূন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসএস/আরআইএস/