বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে ডিএনসিসি কার্যালয়ে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে রিভা গাঙ্গুলি ঢাকা উত্তর নগর ভবনে এলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মেয়র আতিকুল ইসলাম।
এসময় উভয়েই দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তা ভবিষ্যতেও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নাগরিক সেবার আধুনিকায়, সুপরিকল্পিত, নান্দনিক ও পরিবেশবান্ধব নগরায়ন এবং নগর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা দুই বন্ধু-প্রতীম দেশের অভিজ্ঞতা সম্পর্কে মতবিনিময় করেন। একই সঙ্গে এই খাতের উন্নয়নে একে অপরকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তারা।
এসময় সিটি কর্পোরেশন এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এসএইচএস/জেডএস