ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুরে সিএনএসের সার্ভাররুমে দুদকের হানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ২২, ২০১৯
কমলাপুরে সিএনএসের সার্ভাররুমে দুদকের হানা রেলের সার্ভাররুমে চলছে অভিযান/ছবি: শাকিল

ঢাকা: অ্যাপসে রেলের টিকিট কাটার ভোগান্তির অভিযোগ পেয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের অনলাইন টিকিটিং সিস্টেম সিএনএসের সার্ভাররুমে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২২ মে) সকাল ১০টার দিকে দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে তিন সদস্যের এই টিম অভিযান চালায়।

এসময় দুদক কর্মকর্তারা অ্যাপসের মাধ্যমে টিকিট কাটার ভোগান্তির কথা বললে সিএনএসের দায়িত্বরত কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি।

সার্ভার ডাউনের নামে সিএনএস টিকিট কালোবাজারি করলে কঠিন শাস্তির হুঁশিয়ারি জানান দুদক কর্মকর্তারা।

দুদকের উপ-সহকারী পরিচালক মনিরুল ইসলাম বলেন, টিকিট কালোবাজারির বিরুদ্ধে আমরা সিএনএসের কর্মকর্তাদের সতর্ক করেছি। কালোবাজারি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সার্ভারের কর্মকর্তারা বলেছেন, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তাই টিকিট পেতে একটু সমস্যা হচ্ছে। সার্ভার ডেভেলপমেন্টের কাজ চলছে।

তিনি আরও বলেন, আমরা এখানে শুধু অনলাইন টিকিটিং সিস্টেম দেখছি না, সার্বিক দিক পর্যবেক্ষণ করছি। অনিয়ম হলেই ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ২২, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।