ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদ দেখা নিয়ে ফের বৈঠকে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জুন ৫, ২০১৯
চাঁদ দেখা নিয়ে ফের বৈঠকে কমিটি প্রতীকী ছবি

ঢাকা: হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফের বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে ব্রিফ করা হবে। এজন্য সাংবাদিকদেরও আবার ডাকা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক নিজাম উদ্দিন।

এর আগে, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি।

ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার (৬ জুন) দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানানো হয়।

চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেন, দেশের ৬৪ জেলার কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর মেলেনি। তাই এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে বুধবার, বৃহস্পতিবার থেকে শাওয়াল মাস শুরু হবে। ঈদুল ফিতর উদযাপিতও হবে বৃহস্পতিবার।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জুন ০৪. ২০১৯
এমইউএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।