রোববার (০৯ জুন) বিকেলে ইউনিয়নটির ছবিলা গ্রামে ন্যক্কারজনক এ ঘটনাটি হাঁস মালিকদের দৃষ্টিতে এলে তাৎক্ষণিক তারা পুলিশকে অবগত করেন।
খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনে যান।
পুলিশের এই কর্মকর্তারা বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে হাঁসগুলোর মালিক গ্রামের বাসিন্দা আবুল কাশেম ও আবুল হাশেম। যৌথভাবে তারা হাঁস পালন করেন।
তদন্ত করে দেখা হবে কে বা কারা কি কারণে হাঁসগুলো মেরেছে। তদন্তের আগে কিছু বলা যাবে না। তবে ধারণা করা হচ্ছে বিষ খাইয়ে হাঁসগুলোকে মারা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
আরএ