ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ১০, ২০১৯
গোদাগাড়ীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১০ জুন) সকালে উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

মৃতের নাম ফুরজান আলী (৬৫)।

তিনি উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর ভুবনপাড়া গ্রামের বাসিন্দা।  

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় একটি গাছে ঝুলে ছিল ফুরজান আলীর মরদেহ। তবে, পা মাটিতে ছোঁয়া, আর পুরো শরীরে কাদা লেগে ছিল। ঘটনাটি রহস্যজনক। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না।  

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ফুরজান আলীর এ বছর হজ পালন করতে যাওয়ার কথা ছিল। তাই, রোববার (৯ জুন) দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে হরিশংকরপুর গ্রামে আসেন। সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের ভেতর একটি গাছে তার মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা।  

পরে, থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহের উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।  

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১১২৫ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এসএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।