ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন দণ্ড শুনে আসামি ‘পগার পার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
যাবজ্জীবন দণ্ড শুনে আসামি ‘পগার পার’

ফরিদপুর: ফরিদপুরে আদালতের যাবজ্জীবন রায় ঘোষণার পর পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন জোড়া খুন মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। ওই আসামির নাম আফসার ফকির (৪৬)। 

বুধবার (১৯ জুন) দুপুরে আদালতের রায় ঘোষণার পর আসামিদের কারাগারে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাছিম বাংলানিউজকে জানান, আদালত থেকে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছিলেন উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।

এসময় সেখানে আসামিদের স্বজনদের ভিড় ছিল। এ সময় অসাবধানতাবশত পুলিশের হাত থেকে আসামি আফসার ফকির পালিয়ে যায়।  

তবে তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

>> জোড়া খুনের দায়ে ফরিদপুরে ১৩ জনের যাবজ্জীবন

এর আগে সালথা উপজেলার নটখোলা গ্রামের গঞ্জর খাঁ ও মুশা মোল্লা নামে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে আফসার ফকিরসহ ১৩জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান ।

রায় ঘোষণার সময় ১৩ জনের মধ্যে ১১ আসামি আদালতে হাজির ছিলেন। বাকি দু’জন সোহরাব ফকির ও জাকির খান আসামি পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্ত বাকিরা হলেন-  মান্নান খান, সুরমান খা, মাজেদ খাঁ, ওয়াজেদ খাঁ, রাশেদ খাঁ, সিদ্দিক ফকির, ফজলু ফকির, রহমান খাঁ, রেজাউল খাঁ ও ওসমান ফকির।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।