এতে সেতুর দু’দিকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
সোমবার (২৪ জুন) সকালে একটি মালবোঝাই ট্রাক পার হওয়ার সময় সেতুর পাটাতনের ভেতর আটকে যায়।
এ সময় সামায়িকভাবে হালকা যানবাহন চলাচল করলেও দুপুর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এই সড়ক দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি, লংগদুসহ পর্যটন স্পট সাজেকের সঙ্গে দীঘিনালা সড়ক দিয়ে যান চলাচল হওয়ায় দু’দিকে রয়েছে পর্যটক, যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ভ্যান, সিএনজিসহ দীর্ঘ সারি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বলেন, সেতুটি সংস্কারের কাজ চলছে। রাতের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এডি/এএটি