ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ বেইলি সেতুর পাটাতন মেরামত করছেন শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির জেলা সদরের কৃষি গবেষণা এলাকায় একটি বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এতে সেতুর দু’দিকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

সোমবার (২৪ জুন) সকালে একটি মালবোঝাই ট্রাক পার হওয়ার সময় সেতুর পাটাতনের ভেতর আটকে যায়।

এ সময় সামায়িকভাবে হালকা যানবাহন চলাচল করলেও দুপুর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এই সড়ক দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি, লংগদুসহ পর্যটন স্পট সাজেকের সঙ্গে দীঘিনালা সড়ক দিয়ে যান চলাচল হওয়ায় দু’দিকে রয়েছে পর্যটক, যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ভ্যান, সিএনজিসহ দীর্ঘ সারি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বলেন, সেতুটি সংস্কারের কাজ চলছে। রাতের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।