ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চারঘাটে তেলবাহী ট্রেনের ৮ বগি লাইনচ্যুত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
চারঘাটে তেলবাহী ট্রেনের ৮ বগি লাইনচ্যুত লাইনচ্যুত হয়েছে ট্রেনের ৮টি বগি । ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর চারঘাটের হলিদাগাছিতে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে রাজশাহীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীর চারঘাট হলিদাগাছি রেলগেইটের পশ্চিমে দিঘলকান্দি ঢালানের কাছে এ ঘটনা ঘটে।

রাজশাহীর চারঘাট সরদহ রেলওয়ে স্টেশনের মাস্টার নাজনিন আক্তার বাংলানিউজকে বলেন, তেলবাহী ওই ট্রেনটি ইশ্বরদী থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল।

পথে হলিদাগাছিতে লাইনচ্যুত হয়।  

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইশ্বরদী থেকে রিলিফ ট্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে বলে জানান সরদহ রেলওয়ের স্টেশন মাস্টার।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।