শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া পানি উন্নয়ন (পাউবো) বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পদ্মার পানির বিপদসীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার এবং পদ্মার শাখা গড়াই নদীতে পানির বিপদসীমা হচ্ছে ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার।
এদিকে, পদ্মার শাখা গড়াই নদীতে শুক্রবার পানি প্রবাহের মাত্রা ছিল ৬ দশমিক ৪২ সেন্টিমিটার। শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২১ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় পানি প্রবাহ বেড়েছে শূন্য দশমিক ৭৯ সেন্টিমিটার।
সারা দেশের নদ-নদীর মতো কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর পানি প্রবাহ বাড়ছে। তবে তা বিপদসীমার অনেক নিচে রয়েছে বলেও জানান পাউবোর ওই নির্বাহী কৌশলী।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
এসআরএস