ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নারীসহ দু’জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
রাজধানীতে নারীসহ দু’জনের মৃত্যু

ঢাকা: রাজধানীর মালিবাগ পুরাতন সুপার মার্কেটের ভবন ভাঙার সময় চাপা পড়ে বাবু মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবু বগুড়ার আদমদিঘী উপজেলার পালনকুড়ি গ্রামের সালাম ছেলে।

বাবুর সহকর্মী রফিক জানান, তারা মালিবাগ পুরাতন সুপার মার্কেটের তিন তলা একটি ভবন ভাঙার কাজ করছিলেন। শনিবার দ্বিতীয় তলায় ভাঙার সময় বাথরুমের ছাদের নিচে চাপা পড়ে বাবু। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতাল ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।  

এদিকে, দুপুরে রাজধানীর মিরপুরের দারুস সালাম থানাধীন দিয়াবাড়ি শিন্নির ঘাট এলাকা থেকে চাঁদনী বয়স (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে দুপুরের দিকে দিয়াবাড়ি ফিন্নির ঘাট তুরাগ নদীতের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি চাঁদনীর বাড়ি রংপুরে। স্থানীয়রা জানিয়েছেন, তুরাগ নদীতে গোসল করার সময় পানিতে ডুবে যান চাঁদনী। পরে আশেপাশের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে থানায় খবর দেয়।  

এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯ 
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।