ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে কাঞ্চন মেইল ট্রেনে কাটা পড়ে ঐশী (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পার্বতীপুর জংশন স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

ঐশী পার্বতীপুর পৌর এলাকার নয়াপাড়া গ্রামের ফজলার রহমানের মেয়ে।

সে পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোচিং শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ঐশী এ দুর্ঘটনার শিকার হয়।

পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
এমআরএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।