ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

৮ দিন পর গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
৮ দিন পর গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল শুরু

গাইবান্ধা: টানা ৮ দিন বন্ধ থাকার পর গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) রাত ১০টা থেকে গাইবান্ধা কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে ছেড়ে যায় আলহামরা, এসআর, শ্যামলী, হানিফসহ সব বাস।

এরআগে স্থানীয় শ্রমিক সংগঠনের ওপর অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে ৬ জুলাই থেকে গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিকরা।

এতে টানা ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীসহ খেটে খাওয়া বাস শ্রমিকরা। নিরুপায় যাত্রীরা অতিরিক্ত টাকা খরচ করে বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছেন।

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব বাংলানিউজকে বাসচলাচলের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ অচলাবস্থার সৃষ্টি হয়। শনিবার রাত ৮টায় ঢাকার গাবতলীতে বাস মালিক গ্রুপ সমিতির কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি সমাধান পয়। পরে রাত ১০টা থেকে গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, জুলাই ১৪ ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।