পরে শিশুটি পরিবারকে খুঁজে পেতে শনিবার (১৩ জুলাই) দিনগত রাতে ফেসবুক পোস্টের আশ্রয় নেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ্জাহান মিয়া।
পুলিশের এ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, শুক্রবার (১২ জুলাই) ভোরে নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশ নাঈমকে উদ্ধার করে।
কিন্তু সেই তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট থানার মাধ্যমে খোঁজখবর নিয়েও নাঈমের পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শেষে শিশুটিকে আপনজনের কাছে ফিরিয়ে দিতে ফেসবুকে তার ছবিসহ পোস্ট দিতে বাধ্য হন বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
শিশুটি পরিচিত কারো দৃষ্টিতে এলে নাঈমের পরিবারের সন্ধান দিতে ০১৭১৩৩৭৩৪৯৯ ও ০১৭১৩৩৭৩৫১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয় ওই ফেসবুক পোস্টে।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
জিপি