ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৬ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
পঞ্চগড়ে ৬ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে টানা ৬ ঘণ্টার ভারী বর্ষণে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ভারী বর্ষণসহ ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় জেলার সর্বস্তরের লোকজন বিপাকে পড়েছে। এরই মধ্যে প্রায় জনশূন্য হয়ে পড়ে জেলার সব গুরুত্বপূর্ণ সড়কগুলো। 

তবে রোববার (১৪ জুলাই) থেকে বৃষ্টিপাত কমে আসবে এবং তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় টানা ৬ ঘণ্টা বৃষ্টিপাত হয়।

এছাড়া গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এ ভারী বর্ষণ হচ্ছে। বঙ্গোপসাগর থেকে উৎপন্ন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় মেঘের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের দিকে আসার ফলে প্রচুর বৃষ্টি দেখা দিচ্ছে। হিমালয়ে মেঘগুলো বাধাপ্রাপ্ত হওয়ার কারণে হিমালয়ের আশেপাশে অঞ্চলগুলোতে বৃষ্টি বেশি হচ্ছে।

এদিকে টানা ৬ ঘণ্টার ভারী বর্ষণে বন্যাসহ নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করছে অনেকেই।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১২৫ মিলিমিটার। তবে একই দিনে ২৪ ঘণ্টার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২০২ দশমিক ৮ মিলিমিটার। শুক্রবার ২৪ ঘণ্টার ২২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।  

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।