ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
জাতীয় স্মৃতিসৌধে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

সাভার (ঢাকা): মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদদের সম্মানে সাভারে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন সফরত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন।

রোববার (১৪ জুলাই) সকাল ৯টা ১০মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ৯টা ৩০ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন।  

এসময় লি নাক-ইয়োন মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

পরে নাগেশ্বর চাপা ফুলের একটি চারা রোপণ করেন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেনসহ আরও কর্মকর্তাগণ।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।