রোববার (১৪ জুলাই) দুপুর পৌনে ২টায় নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও রিকশা মালিক-শ্রমিক পক্ষের সমন্বয় সভা শেষে একথা বলেন তিনি।
মেয়র বলেন, ডিটিসিএ’র প্রথম সভায় প্রধান তিন সড়কে রিকশা বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, রাজধানীর তিন সড়কে রিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার পর গণপরিবহনের গতি বেড়েছে। কিছু জায়গায় নাগরিকদের সমস্যা হচ্ছে। তবে, ঢাকাকে বাসযোগ্য ও নাগরিকবান্ধব করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় রিকশা মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী জামান অবৈধভাবে বেনামি প্লেট বসিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচল বন্ধের দাবি জানান।
এছাড়া, মেয়র সাঈদ খোকন কুড়িল-সায়েদাবাদ সড়কে রিকশা বন্ধ করার অনুরোধ জানালে রিকশাচালক সমিতির সভাপতি ইউনুস আলী এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
ডিএসসিসি মেয়র বলেন, রিকশাচালক ও মালিক সমিতির নেতাদের অনুরোধে সব অবৈধ রিকশা চলাচল বন্ধে অভিযান পরিচালনা করা হবে।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৪১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
টিএম/একে