রোববার (১৪ জুলাই) সকালে উপজেলার ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার জামিরতলা গ্রামের আরিফুজ্জামান (৩৬), বরিশালের বানারীপাড়া উপজেলার দাওপাড়া গ্রামের রফিকুল ইসলাম ইকরাম (৫০), পিরোজপুরের হরিণা গাজীপুর গ্রামের আলাউদ্দিন চৌকিদার (৩০) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার পূর্ব দলিল্লা গ্রামের মামুন শেখ (২৩)।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে সকালে উপজেলার ফেরিঘাট এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১২৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসআরএস