রোববার (১৪ জুলাই) সচিবালয়ে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিস কক্ষে প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, শুধুমাত্র আইন করে অথবা সরকারের পক্ষে এককভাবে নারী ও শিশু নির্যাতন বন্ধ সম্ভব নয়।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নারীদের সম্মান আগের চেয়ে অনেক বেড়েছে। আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকার নারী ও শিশু বান্ধব। নারী ও শিশুদের রক্ষায় সরকার সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার রক্ষায় আইন করেছেন। এ মুহূর্তে আইনটি মন্ত্রণালয়ে আছে। সব ধরনের প্রক্রিয়া শেষ করে আইনটি পাস হলে দেশে নারী নির্যাতন কমে যাবে।
প্রতিমন্ত্রী হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আমার নির্বাচনী এলাকার মানুষ খুশি হয়েছে। আমিও ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে আগে অনেক নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। তা গণমাধ্যমে আসতো না। নারীরা অনেক সময় তাদের সীমাবদ্ধতার কারণে এসব কথা সবার কাছে বলতে পারতো না। বর্তমানেও দেশে নারী ও শিশু নির্যাতন হচ্ছে। তবে তা মহামারি আকার ধারণ করেনি।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
জিসিজি/এইচএডি