শনিবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাহের ভোলার চরফ্যাশন উপজেলার আশরাফ আলীর ছেলে।
আহম্মেদ বিরিয়ানি দোকানের মালিক মো. রাজু জানান, তাদের যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ ফারুক রোডে বাবুচিখানায় কর্মচারী তাহের ও সোহেল রানা ওরফে মেহেদী থাকতেন। রাতে বাবুচিখানায় তাহেরকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মেহেদী পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাহেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, আহম্মেদ বিরিয়ানি দোকানের কর্মচারী তাহেরকে খুন করে মেহেদী পালিয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। মেহেদীকে খোঁজা হচ্ছে এবং এ ঘটনার তদন্ত চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি মাজহারুল।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্ট, জুলাই ১৪, ২০১৯
এজেডএস/আরআইএস