রোববার (১৪ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার অমৃতপুর এলাকায় নিজ ঘর থেকে ওই গৃহবধূর হাত পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সোনিয়ার পরিবারের সদস্য এবং স্থানীয়দের বরাত দিয়ে কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জানান, ছয় মাস আগে সোনিয়ার সঙ্গে সহিদুলের বিয়ে হয়।
স্থানীয়দের ধারণা সেসময় তাকে পিটিয়ে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান সহিদুল।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
আরএ