ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে যৌতুক না পেয়ে সোনিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী সহিদুলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে সহিদুল পলাতক রয়েছেন। 

রোববার (১৪ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার অমৃতপুর এলাকায় নিজ ঘর থেকে ওই গৃহবধূর হাত পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সোনিয়ার পরিবারের সদস্য এবং স্থানীয়দের বরাত দিয়ে কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জানান, ছয় মাস আগে সোনিয়ার সঙ্গে সহিদুলের বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুক দাবিতে প্রায়ই সোনিয়াকে মারধর করতেন সহিদুল। সকালে সহিদুল ঘরের দরজা বন্ধ করে সোনিয়াকে হাত পা বেঁধে মারধর করেন।  

স্থানীয়দের ধারণা সেসময় তাকে পিটিয়ে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান সহিদুল।  

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।