ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

বন্যা পরিস্থিতি মনিটরিংয়ে নৌ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
বন্যা পরিস্থিতি মনিটরিংয়ে নৌ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি (ফাইফ ফটো)

ঢাকা: দেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নৌ চলাচলের বর্তমান পরিস্থিতির তথ্য সংগ্রহ ও মনিটরিং করার জন্য একটি কন্ট্রোল রুম খুলেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

রোববার (১৪ জুলাই) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

তিনি জানান, বাংলাদেশ সচিবালয়ে ৬ নম্বর ভবনের নবম তলায় ৮০৩ নম্বর কক্ষটি নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর-৯৫১৫৫৫১। নিয়ন্ত্রণ কক্ষটি রোববার থেকে ১৮ জুলাই পর্যন্ত খোলা থাকবে।
 
কন্ট্রোল রুমের সার্বিক তদারকি এবং সমন্বয়ের দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও চবক) আবদুছ ছাত্তার শেখ। তার মোবাইল নম্বর: ০১৭১১-৪২৫২৩০।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।