জাকির হোসেন জকিগঞ্জ পৌরশহরের কেছরি গ্রামের মৃত শফিকুল হকের ছেলে।
রোববার (১৪ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সহোদর কামাল হোসেনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে জাকির হোসেন। ঘটনাটির প্রত্যক্ষদর্শী কামাল হোসেনের মেয়ে জিনানুল জান্নাত নিহা।
এ ঘটনায় কামালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রাহেনা বাদী হয়ে জাকির হোসেনকে একমাত্র আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত বিচারকার্য ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এনইউ/ওএইচ/