ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে পিস্তলসহ যুবক আটক

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
কেরানীগঞ্জে পিস্তলসহ যুবক আটক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে পিস্তলসহ সাহাদাত হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রোববার (১৪ জুলাই) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।  

সাহাদাত মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার রাজনগর এলাকার মো. আক্তার হোসেনে ছেলে।

তিনি নাজিরেরবাগ এলাকায় ভাড়া থাকতেন।

র‌্যাব-১০, সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চাকুসহ সাহাদাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।