রোববার (১৪ জুলাই) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাহাদাত মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার রাজনগর এলাকার মো. আক্তার হোসেনে ছেলে।
র্যাব-১০, সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চাকুসহ সাহাদাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসআরএস