রোববার (১৪ জুলাই) ওই যুবকের মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
তিনি জানান, তাকে শ্লীলতাহানি ও তার ছেলেকে চুরির অপবাদ দিয়ে মারধরের ঘটনায় মামলা দায়ের করেছেন।
এদিকে স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (৯ জুলাই) দিনগত রাতে স্থানীয় মোক্তার বাজারের মুদি দোকানে চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি স্থানীয় কিছু ব্যক্তি। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওেয়া হলেও কেউ ওই ঘটনায় মামলা দায়ের করেননি। তাই পুলিশ তাদের অন্য একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে পাঠায়। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
অপরদিকে প্রকাশ হওয়া ভিডিওতে এক যুবককে নির্যাতন করতে গেলেও অপর যুবককে হাত-পা বেঁধে ফেলে রাখতে দেখা যায়। এসময় কেউ এগিয়ে না এলেও সন্তানকে বাঁচাতে ছুটে আসেন নির্যাতনের যুবকের মা। এসময় তিনি হামলার শিকার হন।
নির্যাতনের যুবকের মা জানান, তার জমির পাশে মোক্তার সিকদারের একটি ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে মোক্তার সিকদার তাদের সেই জমি গ্রাস করতে চাইলেও তা পারেননি। এ নিয়ে মোক্তার সিকদার তাদের ওপর ক্ষিপ্ত ছিলেন। ঘটনার দিন রাতে মোক্তার সিকদারের নেতৃত্বে বাড়ি থেকে তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর চুরির অপবাদ দিয়ে তাকে মারধর করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ তার ছেলেকে ও অপর এক যুবককে ধরে নিয়ে গেলেও কেউ কোনো অভিযোগ করেনি। পরে পুলিশ অন্য একটি মামলায় তার ছেলেকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠান।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, ঘটনার পর কেউ থানায় আসেনি। এখন গ্রেফতার যুবকের মা থানায় এসেছেন। আমরা তাৎক্ষণিক মামলা নিয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে বহুলোক ছিলো, যারা ওই যুবকদের চুরির ঘটনায় হাতেনাতে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। সাধারণত সেখান থেকে কেউ মামলা না দেওয়ায় অন্য মামলায় তাদের আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এমএস/ওএইচ/