রোববার (১৩ জুলাই) বিকেলে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ-মিছিলে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের নেতা দেওয়ান আব্দুর রশিদ নিলু ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।
বক্তারা মানুষকে ভোগান্তিতে ফেলে গ্যাসের দাম বাড়ানোর তীব্র নিন্দা জানিয়ে দাম কমানোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এমএস/ওএইচ/