ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

গ্যাসের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
গ্যাসের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ বিক্ষোভ, ছবি: বাংলানিউজ

বরিশাল: গ্যাসের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

রোববার (১৩ জুলাই) বিকেলে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।  

এসময় বিক্ষোভ-মিছিলে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের নেতা দেওয়ান আব্দুর রশিদ নিলু ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।

বক্তারা মানুষকে ভোগান্তিতে ফেলে গ্যাসের দাম বাড়ানোর তীব্র নিন্দা জানিয়ে দাম কমানোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।