রোববার (১৪ জুলাই) দুপুরে ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিশা গত ছয় মাস যাবত ওই এলাকায় ভাড়া থেকে বেসরকারি একটি এনজিও কার্যালয়ে চাকরি করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, দুপুরে বাসার চার তলায় তিশাকে ডাকতে আসে তার সহকর্মী। এসময় কোনো সাড়া না পেয়ে বাড়ির অন্যদের সহযোগিতায় দরজা ভেঙে তিশার ঝুলন্ত নিথর দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে ধামরাই সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসআরএস