রোববার (১৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার চারজন হলেন উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের সৈয়দ আহমেদের ছেলে ওমর ফারুক (২৮), চরফলকন গ্রামের তাজল মিয়ার ছেলে হেলাল উদ্দিন বিজয় (৩৭), চরজগবন্ধু গ্রামের বেলায়েত হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (৩৮) ও চরফলকন গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মুন্নি আক্তার (৩৫)।
থানা পুলিশ জানায়, পৃথক মামলায় ফারুকের এক বছর ৩ মাস ও হেলালের ৬ মাস কারাদণ্ড দেন আদালত। তারা দীর্ঘদিন পলাতক থাকার পর নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এদিকে পৃথক অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ গিয়াস ও ৫০ পিস ইয়াবাসহ মুন্নিকে আটক করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মোহাম্মদ সোলায়মান বলেন, পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসআর/এএটি