রোববার (১৪ জুলাই) গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ তাদের হাতে তুলে দেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
অনুষ্ঠানে উপজেলার ৪২ জন অসহায় দুস্থ রোগী, অসচ্ছল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ১৪ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা মহিলা যুবলীগের সভাপতি ও এমপি পত্নী লাইলা আরজুমান শিলা, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত, ওসি) সাজেদুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এনটি