রোববার (১৪ জুলাই) বিকেলে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ঝর্ণা লক্ষ্মীদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ আমেরিকান ডলার আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক সাইফুর রহমানসহ বিজিবি সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্তের বেঁড়িবাধ এলাকায় অভিযান চালায়। এসময় মার্কিন ডলারসহ ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক নারীকে ডলারসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, তার কাছ থেকে উদ্ধারকরা ডলারের বাংলাদেশি মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসএইচ