শুক্রবার (১২ জুলাই) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে এ নির্বাচিত অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিটির ১৭টি পদের মধ্যে ১৬টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা।
এতে সভাপতি হিসেবে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) স. ম. গোলাম কিবরিয়া এবং মহাসচিব হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুন্সী জালাল উদ্দীন নির্বাচিত হন।
মুন্সী জালাল উদ্দীন পান ১২২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমিনুল হক পান ৬০ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে অন্যরা হলেন- সহসভাপতি পদে শাহেনুর মিয়া ও মো. মনিরুজ্জামান, যুগ্ম মহাসচিব পদে পরীক্ষিৎ চৌধুরী ও আবু নাছের, কোষাধ্যক্ষ পদে প্রণব কুমার ভট্টাচার্য্য, সাংগঠনিক ও আন্তঃসার্ভিস সচিব পদে মীর মোহাম্মদ আসলাম উদ্দীন, প্রচার প্রকাশনা ও প্রশিক্ষণ সচিব পদে মোহাম্মদ আনোয়ার হোসাইন, কল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব পদে আকতারুল ইসলাম, দপ্তর সচিব পদে নাসরীন জাহান লিপি।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন- তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ শিবলী সাদিক, মোহাম্মদ জাকির হোসেন, আসিফ আহমেদ, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ শফিউল্লাহ। সংগঠনের নিয়মানুসারে বিদায়ী কমিটির সভাপতি কামরুন নাহার ও মহাসচিব ফায়জুল হক পদাধিকার বলে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।
বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসএইচএস/এসএইচ