রোববার (১৪ জুলাই) ঢাকাস্থ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১১৩, ১১৪ ও ১১৫তম আইন ও প্রশাসন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত রাষ্ট্রে পরিণত করা।
তিনি আরো বলেন, সরকারি কর্মচারীদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের সেবক হিসেবে কাজ করা। তাই তাদের কর্মদক্ষ ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে হবে। সরকারি কর্মচারীদের সুদক্ষ করে গড়ে তুলতে যথাযথ প্রশিক্ষণের বিকল্প নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, সিভিল সার্ভিসে নিয়োগপ্রাপ্তরা দেশের মেধাবি সন্তান। তাদের এ মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তারের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসএইচএস/এসএইচ