শুক্রবার (১৯ জুলাই) দুপুরে বরগুনা সরকারি কলেজের পেছনে নিজের বাড়িতে বসে আক্ষেপের সঙ্গে বাংলানিউজকে কথাগুলো বলেছিলেন ‘বন্দুকযুদ্ধে’ নিহত নয়ন বন্ডের মা সাহিদা বেগম।
>>আরও পড়ুন...‘মোবাইল ছিনতাইয়ের জেরে’ রিফাত খুন!
জানা যায়, রিফাত শরীফ এবং নয়ন বন্ড দু’জন খুব কাছের বন্ধু ছিলেন।
>>আরও পড়ুন...রিফাত হত্যায় মিন্নি জড়িত: পুলিশ সুপার
রিফাত হত্যা মামলার বাদী ও তার বাবা দুলাল শরীফ বাংলানিউজকে বলেন, আমার ছেলে রিফাত মারা যাওয়ার পর শুনেছি নয়ন আর রিফাতের মধ্যে দ্বন্দ্ব ছিলো। এরআগে, কখনো বুঝিনি ওরা দুজন দুজনার শত্রু। তাছাড়া তারা একসময় ভালো বন্ধু ছিল।
>>আরও পড়ুন...রিফাত হত্যা: ঘাতকদের কল লিস্টে মিন্নির মোবাইল নম্বর
বরগুনা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন বাংলানিউজকে বলেন, রিফাত হত্যাকাণ্ডে অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও পুলিশের তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে মাদকের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এনটি