শুক্রবার (১৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাজারপাড়ার বাসিন্দা ও দামুড়হুদা বিএডিসি অফিসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়ার পোড়াহদে ছেলের বিয়ের বাজার করতে গিয়েছিলেন আজিজুল হক। বাজার শেষ করে দুপুরে ফেরার পথে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দীক কলেজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু তার মোটরসাইলেটিকে সামনে থেকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে আজিজুল হকের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
আরএ