শুক্রবার (১৯ জুলাই) রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কের নতুন মার্কেটের ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম (৪২) সদর উপজেলার রুহিয়া থানার ঘনেকৃষ্টপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে টিম ওয়ার্ক করার জন্য নেকমরদ বাজার থেকে বালিয়াডাঙ্গীর উদ্দেশে আসার পথে একটি নছিমনের চাপায় গুরুতর আহত হন মনির। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, নছিমনটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
আরএ