ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

জগন্নাথ হলের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
জগন্নাথ হলের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: ঢাকা বিশ্বাবিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে শিবলী মোল্লা (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ‍জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবলী নওগাঁর রানীনগর হরিশপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

শিবলীর ছোটভাই রিমন মোল্লা বাংলানিউজকে জানান, তারা ওই নির্মাণাধীন ভবনে থেকে টাইলস মিস্ত্রির কাজ করেন। সেখানে একটি ১০তলা ভবনের ৮তলার বাইরের দিকে মাচা বেঁধে কাজ করার সময় নিচে পড়ে যান শিবলী। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত বিকেল সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।