যমুনা নদী। ছবি: বাংলানিউজ
সিরাজগঞ্জ: যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করেছে। শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ১৪.৩২ মিটার। গত ১২ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে কাজিপুর পয়েন্টে গত ১২ ঘণ্টায় ৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ১২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পানি স্থিতিশীল ছিল।
সকাল থেকে পানি কমতে শুরু করেছে। এ মুহূর্তে পানি বৃদ্ধির সম্ভাবনা নেই।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।