শুক্রবার (১৯ জুলাই)বিকেলে শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজা মোহাম্মদ মামুন (৩৯) চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য।
আহত সাইম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজ জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে মামুন ও তার সহযোগী সাইম চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে চাপা দিলে মামুন ও সাইম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে মামুন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত সাইমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
আরএ