শুক্রবার (১৯ জুলাই) সকাল থেকে এ নৌরুটে দুটি রো রো ফেরিসহ তিনটি ফেরি থেমে থেমে চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিস’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
এদিকে, ফেরি চলাচল অচলাবস্থার কারণে এ রুটে দক্ষিণাঞ্চলের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু দূরপাল্লার পরিবহনের যাত্রীদের জন্য লঞ্চ সার্ভিস চালু রয়েছে।
এছাড়া, পণ্যবাহী ট্রাকের সারি দীর্ঘতর হচ্ছে প্রতিদিনই। ঘাটের টার্মিনাল থেকে পদ্মাসেতুর অ্যাপ্রোচ সড়কের প্রায় দেড় কিলোমিটার সড়ক জুড়ে ট্রাকের লাইন। টানা কয়েকদিন ধরে ঘাটে আটকে পড়ায় ট্রাকে সবজিসহ পচনশীল পণ্য নষ্ট হচ্ছে বলে জানিয়েছে পরিবহন চালকেরা।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বাড়ার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে শুক্রবার তীব্র স্রোতের গতিবেগ আরও বেড়েছে। ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ২৭ সেন্টিমিটার।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে চরমভাবে। এদিকে, পানি বৃদ্ধির ফলে ফেরিঘাটের পন্টুনও তলিয়ে গেছে। সব মিলিয়ে ফেরিঘাটের পরিস্থিতি খারাপের দিকে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এনটি