শুক্রবার (১৯ জুলাই) দুপুরে ওই নারী উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ (মামলা) দায়ের করার পরপরই তাকে গ্রেফতার করা হয়।
সজিব উপজেলার ওটরা ইউনিয়নের তারাশিরা গ্রামের আজিজ মোল্লার ছেলে।
ভিকটিম ও অভিযোগ সূত্রে জানা যায়, সজিব একই গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় দেলোয়ার হোসেন দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে অন্যরা এসে সজিবকে আটক করে। এরপর সজিবের ভাই মহিম, ইকবাল, জসীম মোল্লাসহ স্থানীয় কয়েকজন এসে ভিকটিমকে মারধর করে সজিব ছাড়িয়ে নেয়।
এরপর শুক্রবার দুপুরে ওই নারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় সজিব ও তার তিনভাইয়ের নামে মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বাংলানিউজকে জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে সজিব মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভিকটিমকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমএস/ওএইচ/