শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির বটতলায় মাসিক পূর্ণিমা তিথির সাধুমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত।
লালনের তত্ত্ব প্রচার এবং প্রসারের লক্ষ্যে প্রতি মাসে পূর্ণিমার রাতে এই সাধুসঙ্গের আয়োজন করা হয়। লালন সাঁইজির বাউল গান পরিবেশন করেন বাউল টুনটুন ফকির, সামির বাউল, রোকসানা আক্তার রুপসা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাউল দল।
সাধুমেলায় উপস্থিত দর্শক শ্রোতারা লালনের গান এবং ভাব তত্ত্বে আবেগময় হয়ে পড়েন।
লালন সাঁইজির তত্ত্ব ও দর্শন সম্পর্কে আলোচনা করেন লালন গবেষক আবদুল মান্নান ও সৈয়দ জাহিদ হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির সংগীতশিল্পী সরদার হীরক রাজা।
সাধুমেলায় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ডিন অধ্যাপক ড. আবু দেলোয়ার হাসান, অধ্যাপক কষ্টি হাফিজ, অধ্যাপক ড. শোয়াইব জিবরান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
আরকেআর/টিএ