শুক্রবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নতুন মেঘাই-ঢেকুরিয়া পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাইকড়তলী অংশে আওয়াল মেম্বরের বাড়ির পাশে এ ফাটল দেখা দেয়। খবর পেয়ে ফাঁটল বন্ধ করতে ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যদের সাথে গ্রামবাসী মিলিতভাবে বালির বস্তা নিক্ষেপ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাঁধের বেশ কয়েকটি অংশ দিয়ে পানি চুয়ে পড়ে। ধীরে ধীরে পানির পরিমাণ বাড়তে থাকে। এতে মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে বরইতলি, পাইকড়তলি, কবিহার, মেঘাই নতুন বাজার, সামপুর, আলমপুরসহ ২০/২২টি গ্রামের মানুষ।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী বাংলানিউজকে বলেন, মেঘাই নতুন বাজার থেকে ঢেকুরিয়া হাট পর্যন্ত পাউবোর ওই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির পাইকড়তলী অংশে বেশ কয়েকটি ইঁদুরের গর্ত রয়েছে। ওই গর্ত দিয়েই পানি যাচ্ছিলো। রাতেই স্থানীয়দের সাথে নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ফাটল বন্ধে কাজ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এমআইএইচ/জেআইএম